পানীয় কোম্পানী AB InBev আগামী দু-তিন বছরের মধ্যে ভারতের বিভিন্ন অংশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে বলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী চিরাগ পাসওয়ান জানিয়েছেন। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে তিনি ঐ কোম্পানীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মিলিত হন। মন্ত্রী বলেন, এর ফলে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হবে । একই সঙ্গে কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নও তরান্বিত হবে।
বিগত বছরগুলিতে দেশে পরিকাঠামো উন্নয়নে যে কাজ হয়েছে, তার ফলে বিনিয়োগকারীদের ভারতে প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। CP গ্রুপের চেয়ারম্যান ক্রিস সুপাকিজ চেরাভানন্ট, কোকাকোলা-র চিফ অপারেটিং অফিসার হেনরিক ব্রাউনের সঙ্গেও তিনি কথা বলেন।
উল্লেখ্য, শ্রী চিরাগ পাস ওয়ান গতকাল দাভোসে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করেন।