মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 10, 2025 11:29 AM

printer

পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে আজ রাতে এবং ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে আজ রাতে এবং ভোরের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিহা্‌র, ঝাড়খন্ড, হিমাচলপ্রদেশ, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী দু-দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে। জম্মু-কাশ্মীর, লাদা্‌খ, গিলগিট, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে আজ শৈত্য প্রবাহের সম্ভাবনা।

এদিকে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে ট্রেন এবং বিমান চলাচল ব্যাহত হচ্ছে। দিল্লিগামী প্রায় ২৬ টি ট্রেন দেরিতে চলছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ঘন কুয়াশার জন্য উড়ান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা এবং যাত্রীদের নির্দিষ্ট উড়ানসূচীর বিষয়ে আগে খোঁজখবর করতে বলা হয়েছে।

উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রী বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আজ এবং মান্নার উপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী ২-৩ দিন মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন