মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 10, 2024 10:50 AM

printer

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে আজ রাতে ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে আজ রাতে ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র এবং কচ্ছ-এ আগামী দু-তিনদিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের কিছু অংশ জুড়ে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের ঐ অঞ্চলে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
এদিকে, জাতীয় রাজধানী দিল্লির বাতাসের গুণমান খারাপ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৭টায় বাতাসের গুণমান সূচক-একিউআই রেকর্ড করা হয় ২১৫। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শহরের বেশ কিছু এলাকায় একিউআই ৩০০ ছাড়িয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন