মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 28, 2024 9:08 AM

printer

পাঞ্জাবের ভাতিন্দায় একটি যাত্রীবাহী  বাস, সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে  নালায় পড়ে গেলে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

পাঞ্জাবের ভাতিন্দায় একটি যাত্রীবাহী  বাস, সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে  নালায় পড়ে গেলে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। ভাতিন্দার ডেপুটি কমিশনার শওকত আহমেদ পাররায় জানিয়েছেন, তাল্বান্দি সাবো থেকে আসা  বাসটিতে ২৬ জন আরোহী ছিলেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁরা সকলেই বিপন্মুক্ত।দুর্ঘটনার ব্যাপারে খোঁজ খবরের জন্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এর নম্বর হল ৯৭৮০১-০০৪৯৮ এবং ৯৬৪৬৮- ১৫৯৫১।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাঞ্জাবের ভাতিন্দায় বাস দুর্ঘটনায় প্রাণ হানিতে গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে , মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

তিনি আহতদের দ্রুত আরগ্য ও কামনা করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন