পাকিস্তানের বালুচিস্তানের হারনাইয়ের শাহরাগ এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১১জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত সাতজন। খনি শ্রমিকদের নিয়ে ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে রাখা বোমাটি ফেটে যায়। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। এর আগেও ঐ এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই খাইবার পাখতুনখোয়ার সোয়াট ও শাংলার বাসিন্দা।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ অতীতে এধরনের হামলা চালিয়েছে। বালুচিস্তানের প্রাদেশিক সরকার এই হামলার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।