পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে, ১৯ কোটি পাউন্ডের আল কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের কারাদন্ড দিয়েছে সেদেশের আদালত। তাঁর স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যেই আজ আদিয়ালা কারাগারে অস্থায়ী আদালত বসে। বিচারক নাসির জাভেদ রানা, কারাদন্ডের পাশাপাশি ইমরানখানকে পাকিস্তানী মুদ্রায় ১০ লক্ষ এবং তাঁর স্ত্রীর ৫ লক্ষ টাকা জরিমানাও ঘোষনা করেছেন।
উল্লেখ্য, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে। এই মামলার তদন্তের দায়িত্বে থাকা পাক তদন্তকারী সংস্থা ‘ন্যাব’ ২০২৩-এ ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই পাক আধাসেনা বাহিনী আদালত চত্বর থেকে গ্রেফতার করে তাকে।