পশ্চিম মেদিনীপুরের তিনটি ব্লক- চন্দ্রকোনা ১ ও ২ এবং কেশপুরের ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় আনা হয়েছে। বর্তমানে ঘাটাল পৌরসভা, ঘাটাল গ্রামীণ দাসপুর ১ ও ২, ডেবরা, পাঁশকুড়া পশ্চিম, তমলুক ১ ও পাঁশকুড়া পুরসভা, ঘাটাল মাস্টার প্ল্যান এর মধ্যে রয়েছে।
বিধানসভায় সেচমন্ত্রী মানস ভুঁইঞা একথা জানিয়ে বলেন, এর জন্য রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি বাজার দর থেকে বেশি দামে অধিগ্রহণ করতে প্রস্তুত।
খাল খনন সহ একাধিক বিষয়ে স্থানীয়দের তরফ থেকে যে বিক্ষোভ দেখানো হয়েছে তার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, প্রকল্পের উপকারিতা সম্পর্কে বাসিন্দাদের সচেতন করতে গঠন করা হয়েছে কমিটি। কমিটির সদস্যরা বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিলি করে সাধারণ মানুষকে সচেতন করবেন।