মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 8, 2024 10:54 AM

printer

পশ্চিম উপকূল, উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং উত্তরপ্রদেশে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

পশ্চিম উপকূল, উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং উত্তরপ্রদেশে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর IMD। বিহার ও ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অসম ও মেঘালয়েও আগামী বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হবে। কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, কর্ণাটক উপকূলে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে মৌসম বিভাগ জানিয়েছে।
এদিকে, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন। উপড়ে পড়েছে গাছ। বেশ কিছু জায়গায় ভূমিধ্বসের কারণে একাধিক রাস্তা অবরুদ্ধ। বাগেশ্বর, নৈনিতাল, আলমোড়া, চম্পাওয়াত, পিথোরাগড়, উধম সিং নগর এবং চামোলিতে আগামী ছয় ঘন্টার মধ্যে হড়পা বানের সতর্কতা জারি করেছে আইএমডি।
অন্যদিকে, উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি এবং বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৪ ঘণ্টার মধ্যে দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃষ্টিজনিত কারণে গত ২৪ ঘন্টায় ১২ জন প্রাণ হারিয়েছেন বলে ত্রাণ কমিশনারের দপ্তর সূত্রে খবর।
মহারাষ্ট্রের মুম্বাই, পালঘর, থানে, রায়গড় এবং রত্নগিরি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন