পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহেও, তাপমাত্রা বেশী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দুই দশমিক ৭ ডিগ্রি বেশী। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।
এদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আহবাওয়া দপ্তর।
ঘন কুয়াশার কারণে কলকাতা বিমান বন্দরে আজ বিমান চলাচল ব্যহত হয়। সকালে বিমান বন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে। ফলে বিমান ওঠানামা বিঘ্নিত হয়। বেশ কয়েকটি উড়ানকে অন্যত্র অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।