মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2024 7:01 PM

printer

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনের সবকটির ফল ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনের সবকটির ফল ঘোষণা করা হয়েছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস চারটি করে, বিজেপি দুটি এবং আম আদমি পার্টি ও ডিএমকে একটি করে আসন পেয়েছে। বিহারে একটি আসন  নির্দল প্রার্থী জিতেছে। পশ্চিমবঙ্গের মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে ৬২ হাজার ১১৬ ভোটের ব্যবধানে  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কে পরাজিত করেছেন।রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকল্যাণী ৫০ হাজার ৭৭ ভেটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মানস কুমার ঘোষকে হারিয়েছেন। রানাঘাট দক্ষিণে টিএমসি-র মুকুটমনি অধিকারী বিজেপির মনোজ কুমার বিশ্বাসকে ৩৭ হাজার ৪৮ ভোটে পরাজিত করেছেন। বাগদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্না ঠাকুর বিজেপির বিনয় কুমার বিশ্বাসকে ৩৩ হাজার ৪৫৫ ভোটে পরাজিত করেছেন।

হিমাচলপ্রদেশের দেহরায় কংগ্রেস প্রার্থী তথা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর, বিজেপির হোশিয়ার সিং-৯ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে, নালাগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হরদীপ সিং বাওয়া প্রায় ৯ হাজার ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী কেএল ঠাকুরকে। হামিরপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী আশিস শর্মা দেড় হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।

উত্তরাখন্ডের বদ্রীনাথ এবং মংলাউর আসনেও জয়ী হয়েছে কংগ্রেস। বদ্রীনাথে জয়ী লাখপাত সিং বুটোলা পেয়েছেন ২৮ হাজারেরও বেশি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজেন্দ্র সিং ভাণ্ডারীর প্রাপ্ত ভোট প্রায় ২৩ হাজার।  

পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে জয়ী হয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। দলের প্রার্থী মহিন্দর ভগত, ৩৭,৩২৫ ভোটে বিজেপি প্রার্থী শীতল আঙ্গুরালকে পরাজিত করেছেন। ১৬,৭৫৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী সুরিন্দর কউর।

মধ্যপ্রদেশের অমরওয়ারায় বিজেপি প্রার্থী কমলেশ প্রতাপ শাহ ৩ হাজারের সামান্য বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

বিহারের রুপাউলি আসনে নির্দল প্রার্থী শঙ্কর সিং, জনতাদল ইউনাইটেডের কালাধর প্রসাদ মন্ডলকে ৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন।

তামিলানড়ুর বিক্রাবন্ডি আসনে ডিএমকে প্রার্থী ৬৭ হাজারেরও বেশি ভোটে জিতেছেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন