মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2024 9:11 AM

printer

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩-টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোট গণনা চলেছে।

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে  ভোট গণনা চলেছে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা এই চারটি আসন ছাড়াও হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তামিলনাড়ুর বিক্রাবন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে  গণনা শুরু হবে সকাল ৮ টায়।

পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদীয়ার রাণাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগণার বাগদা এবং কলকাতার মানিকতলা এই চারটি আসনে মোট ৩৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারিত হবে। গণনা কেন্দ্রের বাইরে ত্রি স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

রায়গঞ্জ আসনে গণনা হবে সেখানকার পলিটেকনিক কলেজে। রাণাঘাট দক্ষিণ রানাঘাট কলেজে। বাগদার হেলেঞ্চা হাইস্কুলে এবং মানিকতলার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বি টি রোড ক্যাম্পাসে।

গণনা কেন্দ্রে  রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন