পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষনের মধ্যেই ভোটগ্রহণ শুরু হবে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ, বাগদা ও মানিকতলা, হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়,উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তামিলনাড়ুর বিক্রাবন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব রকমের ব্যাবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের চারটি আসনে মোতায়েন করা হয়েছে মোট ৭০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। ভোটদাতার সংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রার্থী রয়েছেন ৩৫ জন। ভোট গণনা শনিবার, ১৩ই জুলাই।
Site Admin | July 10, 2024 12:23 PM