পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনে আগামীকাল উপনির্বাচন। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোট গণনা শনিবার, ১৩ই জুলাই।
পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা, হিমাচলপ্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তামিলনাড়ুর বিক্রাবন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এদিন ভোট নেওয়া হবে।
পশ্চিমবঙ্গের চারটি আসনে ভোটদাতার সংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রার্থী রয়েছেন ৩৫ জন।