মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 12:31 PM

printer

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিদ্যালয়গুলিতে এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সামেটিভ Evaluations বা মূল্যায়নের উত্তরপত্র অভিভাবকদের দেখাতে হবে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিদ্যালয়গুলিতে এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সামেটিভ Evaluations বা মূল্যায়নের উত্তরপত্র অভিভাবকদের দেখাতে হবে। পর্ষদের পক্ষ থেকে গতকাল এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পড়ুয়াদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করাই এর উদ্দেশ্য।
এদিকে, এই বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষক মহলে সমালোচনার ঝড় উঠেছে।
All Post Graduate Teachers’ Welfare Association এর সম্পাদক চন্দন গড়াই বলেন, খাতা অভিভাবকদেরকে দেখানোর আগে খাতা কারা মূল্যায়ন করবে সেটা ভেবে, বিষয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা উচিত স্কুল শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। প্রতিটি স্কুল সামেটিভ মূল্যায়নের ফলাফল ছাত্র-ছাত্রীদের মাধ্যমে অভিভাবকের কাছে পাঠায় তাঁদের অবগতির জন্য। বরং অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল প্রথা চালু এবং শিক্ষার সার্বিক পরিকাঠামোর উন্নতি করতে পারলে তবেই ছাত্র-ছাত্রীদের প্রকৃত উন্নতি হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন