পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় প্রয়াত। কলকাতার একটি হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। বিদ্যাসাগর কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত তাঁর রচিত ইতিহাস বইগুলি ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম কিছু কাহিনী , শতরূপে মা সারদা সহ তার লেখা বিভিন্ন বই গবেষক মহলে সমাদৃত। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।
Site Admin | January 7, 2025 4:27 PM