নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধি সায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অন্যদিকে সায়নের পরিবারের তরফেও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়ন লাহিড়ীকে শনিবারের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো আজ তাঁকে মুক্তি দেওয়া হয়। নবান্ন অভিযানে বিশৃঙ্খলার সৃষ্টির কারণে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।
Site Admin | August 31, 2024 10:02 PM