মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 23, 2024 7:07 PM

printer

পশ্চিমবঙ্গে ৬ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতেই শাসক তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।

পশ্চিমবঙ্গে ৬ বিধানসভা আসনের উপনির্বাচনে সবকটিতেই শাসক তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া এবং তালডাংরা আসনে সকাল থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা দ্রুত এগোতে থাকেন। দুপুর গড়াতে না গড়াতেই স্পষ্ট হয়ে যায় ভোটচিত্র। 

কোচবিহারের সিতাই-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বাসুনিয়া ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী  হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপি-র দীপক কুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ২১৭-টি ভোট। সঙ্গীতার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজারের কিছু বেশি। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯ হাজার ১৭৭ এবং বাম প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৩১৯ টি ভোট। এই কেন্দ্রে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। তৃণমূল কংগ্রসের জয় নিশ্চিত হওয়ার পরই উল্লাসে মাতেন দলীয় কর্মীরা। একে উন্নয়ননের জয় বলে উল্লেখ করেছেন সঙ্গীতা। তাঁর দাবি, মহিলাদের জন্যই এত বড় ব্যবধানে জয়লাভ সম্ভব হয়েছে  

আলিপুরদুয়ারের মাদারিহাটে তৃণমূল কংগ্রেসের জয় প্রকাশ টোপ্পো জিতে গেছেন ২৮ হাজারের বেশি ভোটে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহরকে হারিয়ে দেন তিনি। 

২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে আসনটি বিজেপি-র দখলে ছিল। বিধায়ক মনোজ টিগ্গা সাংসদ হিসেবে জয়ী হওয়ায়, সেই আসনে উপনির্বাচনে এবার তাদের হাত থেকে আসনটি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। তবে ২০২৬-এর নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলে মনোজ টিগ্গা মত প্রকাশ করেছেন।

উত্তর ২৪ পরগণার নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৭৮ হাজার ৬১২। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র রূপক মিত্রকে ৪৯  হাজারের বেশি ভোটে হারিয়েছেন। তৃতীয় ও চতুর্থ স্হানে রয়েছে কংগ্রেস এবং সিপিআইএমএল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন