মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 18, 2024 1:27 PM

printer

পশ্চিমবঙ্গের ৬-টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে আজ বিজ্ঞপ্তি জারীর মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রার্থী পদ দাখিলের কাজ। একই সঙ্গে উত্তরপ্রদেশের ৯ টি আসনের উপনির্বাচনেও বিজ্ঞপ্তি জারী হয়েছে। # বিজ্ঞপ্তি জারি হয়েছে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের জন্য। এই দফায় ৪৩-টি আসনের ভোটগ্রহণ ১৩-ই নভেম্বর।

পশ্চিমবঙ্গের ৬-টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই সঙ্গে শুরু হল মনোনয়ন দাখিলের কাজ।  সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালরাংরা ও মাদারিহাট, এই ৬ আসনে  ভোট নেওয়া হবে ১৩-ই নভেম্বর।  ২৫শে অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র  জমা দেওয়া যাবে। ২৮শে অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৩০ শে অক্টোবর। গণনা ২৩ শে নভেম্বর।

 একইসঙ্গে উত্তরপ্রদেশে ৯ টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্যে’ও আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে ৯ টি আসনে উপ নির্বাচন হবে, সেগুলি হল কাতেহারি, কারহাল, মিরাপুর, কুন্দারকি, ফুলপুর,সিসামাউ, গাজিয়াবাদ, মাঝহাওান ও খৈর।  এই ৯ টি আসনের মধ্যে ৪ টি সমাজবাদী পার্টি, তিনটি বিজেপি, একটি বিজেপির শরিক নিষাদ পার্টি এবং আরেকটি রাষ্ট্রীয় লোকদলের দখলে ছিল। সিসামাউ ছাড়া বাকি ৮ জন বিধায়ক, লোকসভার সদস্য নির্বাচিত হওয়ায় এই উপ নির্বাচনের প্রয়োজন পড়ছে। সিসামাউতে, ফৌজদারি অপরাধে দণ্ডিত সমাজবাদী পার্টির বিধায়ক কে অযোগ্য ঘোষণা করা হয়। সমাজবাদী পার্টি ইতিমধ্যেই ৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্যে আজ  বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। এই দফায় ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে ১৩ ই নভেম্বর। ২৫ শে অক্টোবর পর্যন্ত  প্রার্থীপদ  দাখিল করা যাবে। জমা পড়া মনোনয়নপত্রগুলি  পরীক্ষা করে দেখা  হবে ২৮শে অক্টোবর। চলতি মাসের ৩০ তারিখ প্রার্থি পদ প্রত্যাহারের শেষ দিন। রাজ্যে দ্বিতীয় দফার ভোট বিশে নভেম্বর। ভোট গণনা ২৩শে নভেম্বর ।

   আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, NDA এবং  INDIA  উভয় জোটই তাদের শরিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জোরদার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।

এবার বিজেপি প্রতিদ্বন্দিতা করবে আজসু, জনতা দল ইউনাইটেড , চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন LJP এর সঙ্গে।

অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নির্বাচনে লড়াই করবে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল এবং CPI-ML এর সঙ্গে জোট বেধে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন