পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস আজ সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে হিংসায় ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সহ ৫সদস্যের একটিপ্রতিনিধি দলও আজ পৃথক ভাবে জেলার সামসেরগঞ্জের জাফরাবাদ, বেদপাড়া এবং ডিগরির মতো ক্ষতিগ্রস্ত গ্রামগুলি ঘুরে দেখবে।
সরেজমিনে খতিয়ে দেখবেন গ্রামের বর্তমান পরিস্থিতি ও জনজীবন।
কংগ্রেসের এক প্রতিনিধি দল’ও, আজ সামশেরগঞ্জ এলাকা পরিদর্শনে যাবেন। ওই দলে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী ও AICC-র পর্যবেক্ষক অম্বা প্রসাদ।