পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন, জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে। জলশক্তি মন্ত্রী সি আর পাতিল, মুখ্যমন্ত্রীকে লেখা পাল্টা আরেকটি চিঠিতে বলেছেন, গতকালই তিনি যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তখন তাঁর মন্ত্রকের পক্ষ থেকে কোন পরিস্থিতিতে DVC-র দুটি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। তারপরেও মুখ্যমন্ত্রী আজ যে চিঠি দিয়েছেন, তার প্রেক্ষিতে শ্রী পাতিল বলেন, DVC-র মাইথন ও পাঞ্চেত দুটি জলাধার থেকে ডিভিসি-র জলধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই জল ছাড়া হয়। সেই কমিটিতে রয়েছেন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সরকার এবং ডিভিসি-র প্রতিনিধি ছাড়াও কেন্দ্রীয় জল কমিশনের সদস্য সচিব। DVC নিজে থেকে বাড়তি জল ছাড়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয় না। চিঠিতে তিনি আরও বলেছেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধক্রমে ১৪ থেকে ১৭ ই সেপ্টেম্বর ২ টি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়। কিন্তু ১৬ ও ১৭ তারিখে আরও ভারী বৃষ্টির দরুন, বাধ্য হয়েই জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয়, যাতে বাঁধের জল উপচে বড় রকমের কোন বিপর্যয় না হয়। আর এই জল ছাড়ার সময়েও যে জলধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ নেওয়া হয়েছিল সে কথাও তিনি স্পষ্ট উল্লেখ করেছেন।
তিনি আরো জানান, ওই দুটি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ’ও আড়াই লক্ষ কিউসেকেই সীমাবদ্ধ রাখা হয়।
ডিভিসির সম্পূর্ণ প্রক্রিয়ায়া স্বচ্ছতার কোন অভাব নেই বলে উল্লেখ করে জলশক্তি মন্ত্রী এব্যাপারে পশ্চিমবঙ্গকে সব রকম সহযোগিতার’ও আশ্বাস দেন।