মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 24, 2024 7:49 PM

printer

পশ্চিমবঙ্গের বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজ রাজ্যের বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে নবান্নে এক বৈঠক করেন। হাওড়ায় নির্বাচিত পুরবোর্ড না থাকায় ওই এলাকার পাঁচ বিধায়ককে বৈঠকে ডাকা হয়।

বিভিন্ন পুরসভার কাজ নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পুরসভাগুলির নিম্নমানের পরিষেবা নিয়েও তিনি সমালোচনায় সরব হন।বেআইনি নির্মানের ব্যাপারে তীব্র অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কারা কোথায় এধরণের কাজের সঙ্গে যুক্ত, সরকারের তা’ জানা নেই। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।এবার থেকে আর স্থানীয়ভাবে কোনো টেন্ডার ডাকা হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। এই জন্য একটি কমিটি’ও গঠন করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন