মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 7, 2024 9:05 PM

printer

পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু।

বীরভূমের খয়রাশোলে কয়লা খনি বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার ৩২ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে। একইসঙ্গে পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা প্রশাসনের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। বিদ্যুত্ উন্নয়ন নিগমের তরফ থেকে ৩০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগেই জানানো হয়েছে, আজ সকালে কয়লাখনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত ডিটোনেটার ট্রাক থেকে নামানোর সময় প্রবল বিস্ফোরণ ঘটে। একটি বেসরকারি সংস্থা লিজ নিয়ে এই খনন কাজ চালাচ্ছিল। বিস্ফোরণের তীব্রতায় সেখানে উপস্থিত শ্রমিকদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে পড়ে দেহাংশ। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন