মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 20, 2025 2:00 PM

printer

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব বলেছেন, সাস্টেনেবেল সার্কুলারিটি, দেশের উন্নয়নকে পরিচালিত করার পাশাপশি ভবিষ্যতকে পুনর্নির্মাণ করতে পারে।

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব বলেছেন, সাস্টেনেবেল সার্কুলারিটি, দেশের উন্নয়নকে পরিচালিত করার পাশাপশি ভবিষ্যতকে পুনর্নির্মাণ করতে পারে। নতুন দিল্লীতে এ বিষয়ের ওপর এক আন্তর্জাতিক সম্মেলনে শ্রী যাদব বলেন, বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি কোনো বিকল্প পন্থা নয়, দেশের বিকাশে তা অপরিহার্য। সুসংহত উন্নয়নমূলক লক্ষ্য পূরণে অটোমোটিভ ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

ব্যাটারি চার্জের পরিবেশগত প্রভাব কমাতে স্বচ্ছ শক্তির উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী, বৈদ্যুতিন যানবাহনের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির কথা বলেন। বায়ু দূষনের সঙ্গে মোকাবিলা করতে এক  পেড় মা কি নামের মতো কর্মসূচীতে আরো বেশী করে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন