পরিবহণ দপ্তরের ৮৮১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।বাসচালক এবং কন্ডাক্টর পদে এই চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করবেন বলে আজ বৈঠকে ঠিক হয়েছে।
উল্লেখ্য, অফিস ছুটির সময় শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুদিন আগে রাজ্যপ্রশাসনিক বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে বাস বাড়ানো সহ পরিবহণ সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখার নির্দেশ দেন।
সেই সময় জানা গিয়েছিল চালক ও কনডাক্টারের অভাব রয়েছে । ডিপোতে বাস থাকলেও চালকের অভাবে রাস্তায় নামানো যাচ্ছে না। দপ্তর সূত্রে খবর প্রতিমাসে গড়ে প্রায় ১৫ জন চালক কন্ডাক্টর অবশ্যই নিচ্ছেন তার জায়গায় নতুন করে লোক নেওয়া সম্ভব হচ্ছে না ।এই সমস্যার সমাধানের জন্যই আপাতত চুক্তিভিত্তিক চালক কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।