পরিচালক কিরণ রাওয়ের কমেডি ড্রামা “লাপাতা লেডিস”, ২০২৫ -এর অস্কার মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেরা বিদেশী চলচ্চিত্র বিভাগে ভারত থেকে প্রতিযোগীতা করবে এই ছবি। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, অসমিয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বে ১৩ সদস্যের নির্বাচন কমিটি, সর্বসম্মতভাবে আমির খান ও কিরণ রাও-এর যৌথ প্রযোজিত এই ছবিটিকে বেছে নিয়েছেন।
জুরি জানিয়েছেন, “ভারতীয় নারীর সত্ত্বায় রয়েছে সমর্পণ এবং কর্তৃত্ব বোধের সংমিশ্রণ। শক্তিশালী চরিত্রদের মাধ্যমে ‘লাপতা লেডিজ়’ সেই বক্তব্যকেই তুলে ধরেছে। শুধুমাত্র এদেশে নয়, সারা বিশ্বের মহিলাদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে এই ছবি।
উল্লেখ্য, আগামী বছর অস্কারের দৌড়ে মনোনয়ন জমা দিয়েছিল ২৯টি ছবি। ের মধ্যে ছিল ‘অ্যানিম্যাল’, মালয়ালম ছবি ‘অট্টম’ এবং চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’।