পরমাণু কর্মসূচী নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের ওপর বোমা বর্ষণ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের ওপর চাপানো হবে অতিরিক্ত শুল্ক। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, দুদেশের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। ২০১৫ সালে ইরান ও অন্যান্য দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে এসেছিল। সেসময়ে তেহরানের বিতর্কিত পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণ করতে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল। তবে তারপর থেকেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু কর্মসূচী চালিয়ে যাচ্ছে।
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান চুক্তিতে সম্মত না হলে সামরিক পরিণতি ভোগ করতে হবে।
এদিকে ইরান ওমানের মাধ্যমে জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচী সম্পূর্ণ রূপে অসামরিক। শুধুমাত্র জ্বালানীর কাজেই ব্যবহার করা হবে সমৃদ্ধ ইউরেনিয়াম।
Site Admin | March 31, 2025 7:07 AM
পরমাণু কর্মসূচী নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের ওপর বোমা বর্ষণ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
