পবিত্র রামজান মাসের সমাপ্তির মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদগা এবং মসজিদগুলিতে চলবে ঈদের নামাজ। দিল্লীর জামা মসজিদ, ফতেপুর-ই মসজিদ ও শাহী ঈদগায় ঈদের মূল জমায়েত হবে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই উত্সব ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতার চেতনাকে আরও শক্তিশালী করে। তিনি আশা প্রকাশ করেন, এই উত্সব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, ঈদ সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিশালী করে। ঈদের চেতনা জনগণকে একত্রিত ও অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রাণিত করে।