পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই মহান চিন্তাবিদ সমাজে অন্ত্যেদ্বয় ভাবনার সঞ্চার করেছিলেন। যা উন্নত ভারত গঠনে বড় ভূমিকা নিয়েছে। পন্ডিত উপাধ্যায়ের নিষ্ঠা ও দেশ সেবার ভাবনা দেশবাসী চিরকাল মনে রাখবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বলেন, পন্ডিত দীনদয়াল একজন দেশপ্রেমী। মানবতাবাদের প্রচারে পথিকৃত এবং মহান চিন্তাবিদ ছিলেন।