পথ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য সরকার, বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য ও জেলা স্তরে এই কমিটি গঠন করা হবে। পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, পুলিশের আধিকারিক এবং বিমা সংস্থার প্রতিনিধিরা কমিটিতে থাকবেন। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে একই রকমের কমিটি তৈরি করা হবে। কলকাতা পুর এলাকায় KMDA-এর একজন সদস্যকে কমিটিতে রাখার সুপারিশ করা হয়েছে।
আগামী আর্থিক বছরের প্রথম থেকেই এই কমিটি কাজ শুরু করবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। প্রতি মাসে নিয়ম করে এই কমিটিগুলি বৈঠকে বসবে। পথ দুর্ঘটনায় আহত অথবা নিহতদের পরিবারকে যাতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই বিষয়ে উদ্যোগী হবে এই কমিটি।
Site Admin | March 17, 2025 10:49 AM
পথ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য সরকার, বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
