ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি -২০ ক্রিকেট সিরিজ ৪-১ এ জিতে নিয়েছে। মুম্বই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত ১৫০ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান তোলে। অভিষেক শর্মা ১৩৫ রান করেন। আন্তর্জাতিক টি -২০ কেরিয়ারের এদিন দ্বিতীয় শতরান পূর্ণ করেন তিনি। ইংল্যান্ডের ব্রাইডন কার্স তিনটি, মার্ক উড দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১০ ওভার ৩ বলে ৯৭ রানে অলআউট হয়ে যায়। ফিল সল্ট ৫৫ রান করেন। মহম্মদ শামি তিনটি উইকেট নেন। শতরানের পাশাপাশি দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা ভারতের অভিষেক শর্মা। সিরিজের সেরা বরুণ চক্রবর্তী। মুম্বাইতে গতকালকের ম্যাচে জয় আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
Site Admin | February 3, 2025 10:32 AM
পঞ্চম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে ভারত সিরিজ ৪-১-এ জিতে নিয়েছে।
