ন্যায় বিচার ও ১০ দফা দাবিতে আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে যোগ দেবেন। বিকেল ৫’টায় নবান্ন সভাঘরে বৈঠক। মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে তারা বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তবে বৈঠকে বসার আগে অনশন প্রত্যাহারের যে শর্ত দেওয়া হয়েছিল, তা তারা মানছেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আজকের বৈঠকের পরই অনশন তোলার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে জুনিয়ার ডক্টর’স ফ্রন্ট।
শনিবার সরকারের তরফে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব অনশন মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর টেলিফোনে কথা বলান। মুখ্যমন্ত্রী তাঁদের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত’ও।
বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের হয় কিনা, সেদিকেই সবার নজর রয়েছে।
এদিকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ইমেইল করে জুনিয়ার ও সিনিয়ার চিকিত্সকরা স্বাস্থ্য সচিবের অপরসারণের দাবি কেন জানাচ্ছেন, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় যথাসময়ে স্বাস্থ্যসচিবকে জানানো হলেও তিনি কোনোরকম পদক্ষেপ করেননি বলেও ঐ মেইলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য দুর্নীতি ও হুমকী সংস্কৃতির বিরুদ্ধে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’ আজ মেডিক্যাল কাউন্সিল অভিযানের ডাক দিয়েছে।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করে বলেছেন, নির্যাতিতার ন্যায়বিচারের দাবি থেকে আন্দোলনকারী ডাক্তাররা ক্রমশ সরে আসছেন।