ন্যায়বিচার ও ১০ দফা দাবিতে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আগামীকাল আরও একবার বৈঠকে বসতে চায় রাজ্য সরকার। জুনিয়ার ডাক্তাররা আজ এন আর এস মেডিকেল কলেজে সাধারণ সভার পর জানিয়ে দেন, তাঁরা এই বৈঠকে যথা সময় যোগ দিতে যাবেন। তবে কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই। অর্থাৎ অনশনরত অবস্থাতেই চিকিৎসকদের প্রতিনিধি দল বৈঠকে বসবেন।
উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টেলিফোনে অনশনরত চিকিৎসকদের মঞ্চে উপস্থিত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে বসার আগে তিনি জুনিয়ার ডাক্তারদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। রাজ্য সরকারের তরফে ইমেইল করে জানানো হয়েছে, বিকেল পাঁচটা থেকে নবান্ন সভাঘরে বৈঠক শুরু হবে। চিকিৎসকদের ১০ জন প্রতিনিধি এতে যোগ দিতে পারবেন। বৈঠকের মেয়াদ হবে ৪৫ মিনিট।