রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীতে দ্বাদশ শতাব্দীর প্রাচীণ এবং পবিত্র শ্রী জগন্নাথ মন্দিরে যান। শ্রী জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে পুজো দেন। ঘুরে দেখেন মন্দির চত্ত্বর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং অন্যান্য কর্তা, ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন।
শ্রীমতি মুর্মূ, গোপ বন্ধু, আয়ুর্বেদ মহাবিদ্যালয়ে ৭৫-তম সমাবর্তন উৎসবে যোগ দেন।
নৌ-বাহিনী দিবস উপলক্ষে ব্লু-ফ্ল্যাগ বিচে আজ বিকেলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধে নৌ-বাহিনী অনবদ্য দক্ষতা ও অসামান্য অভিযান ট্রাইডেন্টের বর্ষপূর্তি উপলক্ষে আজকের দিনটি উদযাপন করা হয়। এক প্রদর্শনীতে ১৫-টি জাহাজ, ডুবো জাহাজ এবং ৪০-টিরও বিমান অংশ নেবে।