নোভাক জকোভিচ মিয়ামী ওপেন টেনিসের ATP Masters 1000 সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠেছেন। এর আগে রজার ফেডেরার ২০১৯ সালে ৩৭ বছর ৭ মাস বয়সে ইন্ডিয়ান ওয়েলস্ এবং মিয়ামী ওপেনের ফাইনালে উঠেছিলেন। জকোভিচ আজ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোর্ডাকে ৬-৩,৭-৬-এ হারিয়ে সেমিফাইনালে উঠেন।
Site Admin | March 28, 2025 1:33 PM
নোভাক জকোভিচ মিয়ামী ওপেন টেনিসের ATP Masters 1000 সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠেছেন।
