মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 8, 2024 11:10 AM

printer

নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ রাতে শপথ নেবে।

নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ রাতে  শপথ নেবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান গতকাল ঢাকায় সাংবাদিকদের জানান, কতজন এই সরকারে থাকবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ১৫ জনের মত সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেবেন। আজ দুপুরে প্যারিস থেকে দেশে ফিরছেন মহম্মদ ইউনুস। সশস্ত্র বাহিনীর সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ওয়াকার উজ জামান। তিন চার দিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সেনা প্রধান আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, গত কয়েকদিনের অপরাধে জড়িতরা রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত বছর দায়ের হওয়া মামলায় কারাদন্ডপ্রাপ্ত ডক্টর ইউনুসকে সাজা থেকে অব্যাহতি দিয়েছে শ্রম আদালত।

ঢাকার রাজপথে আজ ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। জনতার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি পরিচ্ছন্ন করার কাজেও হাত লাগাতে দেখা যায় তাদের।  

সেনাবাহিনীর পর পুলিশ বাহিনীর শীর্ষ স্তরেও বড় ধরনের রদবদল করা হয়েছে।

ঢাকার নয়াপল্টনে আজ সমাবেশ করে বিএনপি।

ঢাকায় ভারতীয় হাই কমিশন, সেদেশে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে অ্যাডভাইসারি জারি করে স্থানীয়ভাবে যাতায়াত এড়ানো এবং নিজেদের বসবাসের জায়গা ছেড়ে না বেরোনোর পরামর্শ দিয়েছে। যেকোনো প্রয়োজনে হাই কমিশন ও সহকারি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে এই অ্যাডভাইসারিতে। হাই কমিশনের জরুরী নয় এমন কর্মীরা আজ বাণিজ্যিক উড়ানে ভারতে ফিরেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন