নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুস আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন। ঢাকায় বঙ্গভবনে সন্ধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। বিভিন্ন দেশের কূটনীতিবিদরা ঐ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে আজ দুপুরে প্যারিস থেকে দেশে ফেরেন মহম্মদ ইউনুস। ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাই হবে তাঁর প্রথম কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, মহম্মদ ইউনুসের জন্ম ১৯৪০ সালের ২৮ শে জুন। গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র অর্থনীতি ও ঋণের ধারণা প্রচারে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে ২০০৬ এ মহম্মদ ইউনুসকে শান্তি নোবেল পুরস্কার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন।