নেপাল সরকার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন,SAFF মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ প্রথম রানার-আপ হওয়ার জন্য নেপালী দলের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নেপালের মহিলা দল বুধবার বাংলাদেশের কাছে পরাস্ত হয়ে প্রতিযোগিতায় রূপো জিতে নেয়।
প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি খেলাধুলার প্রচার এবং ক্রীড়াবিদদের সহায়তা করার জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন। জাতীয় মহিলা ফুটবল দলের প্রত্যেক সদস্য পুরস্কার হিসেবে পাবেন তিন লাখ টাকা, পুরস্কারটি তিহার উৎসবের পরপরই বিতরণ করা হবে। তাছাড়া, নেপাল ঘোষণা করেছে যে পুরস্কারের পরিমাণে কোনো কর প্রযোজ্য হবে না।