মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 7, 2025 1:22 PM

printer

নেপাল – তিব্বত সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার তীব্র ভূকম্পনে এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও ৬২ জন।

নেপাল – তিব্বত সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার তীব্র ভূকম্পনে এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও ৬২ জন।

ইউএসজিএস এর তথ্য অনুযায়ী কম্পনের কেন্দ্র ছিল লাবুচেরের ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে। আমাদের কাঠমান্ডুর সংবাদদাতা জানাচ্ছেন সমগ্র উপত্যকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বাড়ি ঘর কেঁপে উঠলে বাসিন্দাদের  ঘুম ভেঙে যায়। আতঙ্কে মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতেও দেখা যায় ।

      তিব্বতের  পাশাপাশি পশ্চিমবঙ্গ,বিহারেও কম্পন টের পাওয়া গেছে।

বিহারে পটনা,সুপাল,শেওহর,সিওয়ান  সহ অন্যান্য অঞ্চলেও আজ সকালে ভূকম্পন অনুভূত হয়।  ৬টা৩৫ মিনিট নাগাদ ,এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। 

বাংলাদেশের স্থানীয় সময় ৭টা৫ নাগাদ ভূকম্পন অনুভূত হয় বলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর  জানিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯।

     এদিকে, এরাজ্যের উত্তরবঙ্গের জলপাইগুড়ির শিলিগুড়ি সহ একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। কলকাতাতেও সকাল সাড়ে ৬-টা নাগাদ বাসিন্দারা এই কম্পন টের পান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন