মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 14, 2025 7:39 PM

printer

নেপাল এবং ভুটান থেকে আসা নিম্ন মানের চা-পাতার রমরমা আটকাতে আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

রাজ্যের বাজারে নেপাল এবং ভুটান থেকে আসা নিম্ন মানের চা-পাতার রমরমা আটকাতে আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে নমুনা সংগ্রহ করে চা-উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই সীমান্ত পেরিয়ে চা পাতা বোঝাই গাড়ি রাজ্যে প্রবেশের অনুমতি পাবে। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, সীমান্তে দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগকে এব্যাপারে কার্যকারী ভূমিকা গ্রহণের অনুরোধ জানিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজ্য সরকার চা উৎপাদনে ২০টিরও বেশি কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু বর্তমানে নেপাল, ভুটান থেকে আমদানি করা  চা পাতায় তার ব্যবহার হচ্ছে কি না সেব্যাপারে নিশ্চিত হতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি অসম থেকেও যেহেতু ভালো পরিমাণ চা আমদানি করা হয়, তাই সংশ্লিষ্ট আন্তঃরাজ্য সীমান্তেও একই নিয়ম চালু হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন