নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৩৬ এ পৌঁছেছে। এখনো পর্যন্ত উনিশ জন নিখোঁজ এবং ১৭৩ জন আহত। জাতীয় সড়ক গুলি দ্রুত মেরামতির কাজ চলছে। গত ২৭ এবং ২৮ শে সেপ্টেম্বর প্রবল বর্ষণে বন্যা ও ধসে ৩৪ টি জাতীয় সড়কের অধিকাংশই বন্ধ হয়ে যায়। এখনো পাঁচটি জাতীয় সড়কের ওপর থেকে ধস সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রক। প্রধানমন্ত্রী কে পি শরমা ওলি সাংবাদিকদের জানিয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং আগামীকাল পর্যন্ত ত্রাণ ও উদ্ধার কাজ চলবে।
এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত, হিমালয়ের কোলের এই দেশটির পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালে ভারতের রাষ্ট্রদূ ত নবীন শ্রীবাস্তব কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী মোদি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কে পাশে থাকার বার্তা দিয়ে চিঠি লিখেছেন।