নেপালে পুষ্প কমল দহল প্রচণ্ড সরকারের আট মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরা সকলেই CPN-UML দলের সদস্য।
গতকাল প্রধানমন্ত্রী প্রচণ্ডর কাছে তাঁরা পদত্যাগপত্র তুলে দেন। দলের চেয়ারপার্সন কে পি শর্মা ওলি, তাঁর দলের মন্ত্রীদের সরকার থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ বলে জানা গেছে। শ্রী ওলি, প্রধানমন্ত্রী পদে প্রচণ্ডকে ইস্তফা দেওয়ার’ও আহ্বান জানিয়েছেন। প্রচণ্ডকে লেখা এক চিঠিতে তাঁর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে CPN-UML। নেপালী কংগ্রেসের সঙ্গে ক্ষমতা বণ্টন নিয়েও তাঁদের কথাবার্তা চূড়ান্ত বলে জানা গেছে।