নেপালে আজ ভোরে ৭ দশমিক এক মাত্রার তীব্র ভূকম্পন অনুভূত হয়। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী কম্পনের কেন্দ্র ছিল লাবুচেরের ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে। আমাদের কাঠমান্ডুর সংবাদদাতা জানাচ্ছেন সমগ্র কাঠমান্ডু উপত্যকায় কম্পন অনুভূত হয়। সামাজিক মাধ্যমের এক রিপোর্ট জানাচ্ছে ভূমিকম্পে বাড়ি ঘর কেঁপে উঠলে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। আতঙ্কে মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় ।
এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । তিব্বতের পাশাপাশি পশ্চিমবঙ্গ,বিহারেও কম্পন অনুভূত হয়েছে।
বিহারে পটনা,সুপাল,শেওহর,সিওয়ান সহ অন্যান্য অঞ্চলেও আজ সকালে ভূকম্পন অনুভূত হয়। ৬টা৩৫ মিনিট নাগাদ ,এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
বাংলাদেশের স্থানীয় সময় ৭টা৫ নাগাদ ভূকম্পন অনুভূত হয় বলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯।