নেপালের বিদেশমন্ত্রী ড. আরজু রানা দেউবা, ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে ভারতে আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও নেপালের মধ্যে নিয়মিত উচ্চ-স্তরের যে আলাপ আলোচনা হয় সেই ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা এবং এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার সুযোগ করে দেবে। নেপালের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডঃ দেউবা নেপাল-ভারত সম্পর্ককে শক্তিশালী করতে এবং সহযোগিতাকে আরও প্রসারিত করতে , পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
Site Admin | August 18, 2024 2:06 PM