নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভারতের সঙ্গে যৌথভাবে দেশের জলপথ এবং রেল যোগাযোগ উন্নত করার আহ্বান জানিয়েছেন। গতকাল পরিবহণ ও পরিকাঠামো দপ্তরের বার্ষিক পর্যালোচনা বৈঠকে শ্রী ওলি, আধিকারিকদের ভারত সীমান্ত লাগোয়া হনুমান নগরে স্টিমার পরিষেবা চালুর একটি খসড়া পরিকল্পনা তৈরী করতে নির্দেশ দিয়েছেন। জলপথ পরিবহন, পণ্য ও নাগরিকদের যাতায়েতের জন্য সাশ্রয়ী বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শ্রী ওলি নেপালের রেল পরিষেবাকে আরো উন্নত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
Site Admin | August 5, 2024 9:17 AM