দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও যথোচিত মর্যাদায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮-তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের মূল অনুষ্ঠানটি এই প্রথমবার ডুয়ার্সে হবে বলে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে দুপুর ১২ টা নাগাদ শঙ্খ বাজিয়ে নেতাজীর জন্ম মুহূর্ত’টি উদযাপন করবেন।
কলকাতার ময়দানে নেতাজীর মূর্তির পাদদেশে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিম প্রমুখ। রাজ্য সচিবালয় নবান্নে সুভাষ চন্দ্রের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন পুরমন্ত্রী। বিধানসভা ভবনেও দিনটি যথোচিত মর্যাদায় পালিত হবে।
রেড রোড, উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়, নেতাজী ভবন সহ কলকাতার একাধিক স্থানে দিনটি উপলক্ষ্যে সারা দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলগুলিতে সকালে নেতাজীর জন্মদিন উপলক্ষ্যে পতাকা উত্তোলন করে শিশুদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়।
বামফ্রন্ট-এর তরফে নেতাজীর জন্মদিন ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালিত হচ্ছে। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে সকাল সাড়ে ১১’টায় দলের তরফে নেতাজীর মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জানানো হবে। ফরোয়ার্ড ব্লকের তরফেও নেতাজীর স্মৃতিতে বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। ‘কেন্দ্রীয় নেতাজী জয়ন্তী কমিটি’ এই উপলক্ষ্যে সকাল ১১’টায় ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করেছে।
‘পরাক্রম দিবস’ উপলক্ষ্যে নেতাজীর জন্মস্থান ওড়িশার কটকে তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। বারাবতী দুর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার মধ্যে দিয়ে ‘পরাক্রম দিবস’-এর অনুষ্ঠানের সূচনা হবে।
প্রদেশ কংগ্রেস কার্যালয়- বিধান ভবনে নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।