নির্বাচন কমিশন জানিয়েছে,২০২৪-এর লোকসভা নির্বাচনে ৬৪ দশমিক ছয় চার কোটি ভোট পড়েছে। এর মধ্যে মহিলাদের ভোটের সংখ্যা ৬৫ দশমিক সাত আট শতাংশ। সাম্প্রতিক লোকসভা নির্বাচন নিয়ে কমিশন যে ৪২-টি পরিসংখ্যা প্রকাশ করেছে, তা থেকে এই তথা জানা গেছে। কমিশন অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, ওড়িশা এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ১৪-টি পরিসংখ্যা প্রকাশ করেছে। লোকসভা ২০২৪ শীর্ষক রিপোর্ট থেকে জানা গেছে, এবারের নির্বাচনে তৃতীয় লিঙ্কের ভোটদাতার সংখ্যা ২৩ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অনুরূপভাবে রূপান্তরকামী ভোটদাতার সংখ্যাও ২০১৯-এর তুলনায় প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের ৪০-টি বুথে এবার পুনর্নির্বাচন হয়েছে। ২০১৯ এই সংখ্যা ছিল ৫৪০। কমিশন তাদের বিবৃতিতে বলেছেন,নির্বাচন প্রক্রিয়া বিষয়ে মানুষের আস্হা বাড়ানোর লক্ষেই এই সব তথ্য প্রকাশ করা হয়েছে।
Site Admin | December 26, 2024 6:58 PM