নিরাপত্তাজনিত কারণে উদ্বেগ প্রকাশ করে ভারত পাকিস্তান সফরে অস্বীকৃতি জানানোর পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের খেলাগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের প্রস্তাব করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি জানিয়েছে সম্ভাব্য সেমিফাইনাল এবং ফাইনাল সহ ভারতের সমস্ত ম্যাচ নিরপেক্ষ অঞ্চল হিসেবে আমীরশাহীতে অনুষ্ঠিত হবে। যদিও পিসিবি সংযুক্ত আরব আমিরশাহীর কোথায় ম্যাচ হবে তা নির্দিষ্ট করে জানায়নি, তবে দুবাই-এ ম্যাচগুলি হবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টে ভারতের তিনটি গ্রুপ-পর্যায়ের খেলা রয়েছে, যার মধ্যে একটি পাকিস্তানের বিরূদ্ধে। ভারত জিতলে, সংযুক্ত আরব আমিরশাহীও একটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে।
এই সিদ্ধান্তটির ফলে দুই ক্রিকেট প্রতিদ্বন্দ্বীর মধ্যে খেলা নিয়ে অচলাবস্থার দূর হল । আগামী ফেব্রুয়ারি-মার্চে নির্ধারিত আটটি দলের, ৫0-ওভারের টুর্নামেন্টের জন্য আইসিসির সময়সূচী ঘোষণা করার ক্ষেত্রে আর কোন সমস্যা নেই ।
রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তান ২০১২ সাল থেকে একে অপরের দেশ সফর করেনি।