নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি এবং ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্হিতি তৈরি হয়েছে। DVC মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা।
মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, হাওড়া, হুগলী, বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমান জেলার প্লাবিত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজে নজরদারি এবং সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান সচিব পর্যায়ের ১০ জন IAS আধিকারিককে। জেলায় গিয়ে পরিস্হিতি মোকাবিলা করবেন তারা। পরিস্হিতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে আনতে বলা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলাশাসকদের।