মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 18, 2024 6:21 PM

printer

নিট ইউ জি প্রশ্নপত্র ফাঁসের ব্যাপক মাত্রায় প্রভাব পড়ার জোরালো প্রমাণ পাওয়া গেলে তবেই, পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আজ সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট, এবছরের নিট ইউ জি র সমস্ত পরীক্ষার্থীর শহর ও কেন্দ্রওয়ারি ফল, আগামী শনিবার বেলা বারোটার মধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য এন টি এ’কে নির্দেশ দিয়েছে। তবে পরীক্ষার্থীদের পরিচয় আড়ালে রাখতে হবে। নেটের প্রশ্ন ফাঁস ও অনিয়ম নিয়ে মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই নির্দেশ দেন।

নিট ইউ জি প্রশ্নপত্র ফাঁসের ব্যাপক মাত্রায় প্রভাব পড়ার জোরালো প্রমাণ পাওয়া গেলে তবেই, পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আজ সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউ জি-তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া ৪০-টিরও বেশি আবেদনের  আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হয়। প্রশ্ন ফাঁসের ঘটনায় চলতি তদন্তের বিষয়ে বেঞ্চ বলেন, এব্যাপারে সি বি আই-এর হাতে যে তথ্য এসেছে তা প্রকাশ্যে আনা হলে তদন্ত প্রক্রিয়ার ওপর প্রভাব পড়তে পারে।

     তবে, এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা‍য় যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার একটি সামজিক প্রভাব রয়েছে বলে বেঞ্চ মন্তব্য করেছে।

    ৫-ই মে-র ঐ পরীক্ষা বাতিলের দাবী জানানো আবেদনকারীদের বেঞ্চ, প্রশ্নপত্র ফাঁস যে একটি নির্দিষ্ট নিয়মে হয়েছে এবং তা গোটা প্রক্রিয়াকে প্রভাবিত করেছে, তার স্বপক্ষে প্রমাণ দেওয়ার জন্য বলে। এর আগে, শীর্ষ আদালতের দায়ের করা হলফনামায় কেন্দ্র  এবং এন টি এ জানায়, পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়বে। বেঞ্চ অবশ্য জানিয়েছে, সামগ্রিকভাবে যে পরীক্ষার পবিত্রতা ক্ষুন্ন হয়েছে সে বিষয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। পুনরায় পরীক্ষা নেওয়া সর্বশেষ সংস্থান হতে পারে বলে মত সর্বোচ্চ আদালতের।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন