নিট ইউ জি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রীম কোর্ট, কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এ কে রিপোর্ট জমা দিতে বলেছে। এক্ষেত্রে তদন্ত কতদূর এগিয়েছে সে ব্যাপারে সিবিআইকেও বুধবার বিকেল ৫ টার আগে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। নিট ইউজি ২০২৪ নতুন করে নেওয়ার একগুচ্ছ আবেদনের শুনানির সময় আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দেন। শীর্ষ আদালত জানায়, নিট ইউজি-র প্রশ্ন ফাঁস, গোটা পরীক্ষাকে কতটা প্রভাবিত করেছে, কারা এই জালিয়াতির সুবিধা নিয়েছে, তাদের চিহ্নিত করা সম্ভব কিনা, এই সবকিছু খতিয়ে দেখার পরই নতুন করে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রধান বিচারপতি বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার সময় বিবেচনায় রাখতে হবে, ২৩ লক্ষের বেশি ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে। যারা অসদুপায় অবলম্বন করেছে তাদের চিহ্নিত করা গেলে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে না। বেঞ্চের মতে, এটা পরিস্কার যে, পরীক্ষায় আপোষ করা হয়েছে। তবে তার ব্যাপ্তি কতদূর, তা জানাবেন তদন্তকারীরা। নতুন করে পরীক্ষা নেওয়া যে তাদের কাছে শেষ বিকল্প সেকথাও স্পষ্ট করে দিয়েছেন বেঞ্চ।
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বৃহস্পতিবার ১১ ই জুলাই।